কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প
০১. |
প্রকল্পের নাম |
: |
কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প। |
০২. |
বাস্তবায়নকারী সংস্থা |
: |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
০৩. |
বাস্তবায়নকাল |
: |
১লা জুলাই, ২০১৯ হতে জুন,২০২৫ পর্যন্ত |
০৪. |
প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) |
: |
১৬০০০.০০ |
০৫. |
অর্থায়ন উৎস (লক্ষ টাকায়) |
: |
১৬০০০.০০ জিওবি |
০৬. |
প্রকল্পের প্রধান উদ্দেশ্য |
: |
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষি বিপণন অধিদপ্তরের অবকাঠামো, লজিষ্টিক এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা প্রকল্পে সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিম্নরূপঃ ক) অবকাঠামো সুবিধা সৃষ্টি করে বাজারের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে কৃষকদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তাকরণ; খ) কৃষক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী এবং অন্যান্যদের মূল্য সংযোজন এবং অন্যান্য সহায়তামূলক সেবা প্রদান করার নিমিত্ত লজিষ্টিক সুবিধা বৃদ্ধি; গ) উৎপাদিত কৃষিপণ্যের বাজার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা; ঘ) কৃষি বিপণন ব্যবস্থা যেমনঃ গ্রেডিং, মান নির্ধারণ এবং গুণগত মান নিশ্চিতকরণে কৃষক, উদ্যোক্তা এবং বাজার কারবারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা; ঙ) উন্নত বিপণন সেবা প্রদানের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর-এর জনবলের সক্ষমতা বৃদ্ধি করা। |
০৭. |
প্রকল্প এলাকা |
: |
ঢাকা, ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ (৩৫ টি জেলার মোট ৬৬ টি উপজেলা/সিটি কর্পোরেশন) । |